Uncategorized

প্রায় ৩১ কিলোমিটার দূর মাগুরা থেকে এসেছিলো মাহিম হাসান অন্তু।

প্রায় ৩১ কিলোমিটার দূর মাগুরা থেকে এসেছিলো মাহিম হাসান অন্তু। সে নিয়মিত আমাদের ভিডিও দেখে । মাগুরাতে তার আংকেলের পরিচিত অনেক দোকান থাকা সত্ত্বেও মাহিমের ইচ্ছা সাইকেল কিনলে ড্রিম সাইকেল স্টোর থেকেই কিনবে । তার জেদ কে প্রাধান্য দিয়ে আংকেলের সাথে চলে এসেছিলো ড্রিম সাইকেল স্টোরে । তার পছন্দ হয় PHOENIX HAROD 01 এবং সুলভ মূল্যে সেটায় ক্রয় করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *