আব্দুল্লাহ তার দুই Inter Miami সমর্থক বন্ধুদের নিয়ে এসেছিলো আমাদের ড্রিম সাইকেল স্টোরে। আব্দুল্লাহ আমাদের ড্রিম সাইকেল পরিবারের একজন সদস্য। আমাদের এডিটর হিসেবে কাজ করে সে। কিন্তু সব স্মউ পর্দার আড়ালে থেকে যায় । তাকে আমরা প্রথমে বলি যে যাও অন্য দোকান গুলো ঘুরে আসো যেখানে যে সাইকেল পছন্দ হয় সেটার দামাদামি করে আসবা এবং যা দাম বলে তার থেকেও আমরা কম রাখব। সে বিভিন্ন দোকান ঘুরে এসে Core nio 400 টা নেই আমাদের কাছ থেকে। এবং বিভিন্ন দোকান থেকে ড্রিম সাইকেল সম্পর্কে কমেন্ট শুনে এসে আমাদের কে জানায় । পাশের দোকান গুলে যে আমাদের নিয়ে এত ভালো চিন্তা ভাবনা করে আমরা আগে যানতাম না। যদিও আব্দুল্লাহ তার বন্ধুর জন্যে সাইকেল টা কিনেছিল। তবুও তার চোখে মুখে একটা প্রশান্তির ছাপ দেখা যায়। ধন্যবাদ তাদের সবাইকে।
আব্দুল্লাহ তার দুই Inter Miami সমর্থক বন্ধুদের নিয়ে এসেছিলো আমাদের ড্রিম সাইকেল স্টোরে।
04
Sep