দুরলভপুর গ্রাম থেকে পিতার সাথে এসেছিল সেজান । সেজান এর দুইটা সাইকেল থাকা সত্ত্বেও আবার একটা সাইকেল কিনল। তার বাবা ছেলের সকল আবদার রাখতে সদা প্রস্তুত। ছেলের প্রতি পিতার এই ভালোবাসা ছিল দেখার মত। বেচে থাকুক পৃথিবীর সকল পিতা পুত্রের এই ভালবসা।
দুরলভপুর গ্রাম থেকে পিতার সাথে এসেছিল সেজান ।
03
Oct