বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মোঃ হাসানুজ্জামান ভাই তার প্রিয় পুত্র জুনায়েদ কে নিয়ে এসেছিলেন ড্রিম সাইকেল স্টোরে। তিনি কুয়েতে দায়িত্ত পালন করছেন সেখানে থেকেই আঁকিব আহমেদের ভিডিও দেখেন। আঁকিবের ভিডিও তার অনেক ভালো লাগে সেটাও আমাদের সাথে শেয়ার করেন। মজার ব্যপার হল তার ছেলে জুনায়েদ পড়া লেখার পাশাপাশী আর একটা কাজ মন দিয়ে করে সেটা হল ড্রিম সাইকেলের ভিডিও দেখা আর ডাইনোসর এর ভিডিও দেখা । আমাদের প্রতি তাদের ভালবাসার টান ড্রিম সাইকেলে নিয়ে এসেছিলো তাদের। আমরা তাকে বাজেটের মধ্যে Core Neo 500 এই সাইকেল টা সাজেস্ট করি। তাদের দুজনের পছন্দ হলে তারা এটায় নিয়ে নেই।
বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মোঃ হাসানুজ্জামান ভাই
03
Oct