ঝিনাইদহের বাসিন্দা ছামিম, তার পছন্দ ছিল অন্য আরেকটি সাইকেল । ঢাকা থেকে্ তার পিতা একদিন আমাদের কাছে কল করে। তিনি আমাদের বলেন তার ছেলের ইচ্ছেমতো সাইকেল দিতে। সবাইকে অবাক করে দিয়ে ছামিম নিজে নতুন একটি সাইকেল পছন্দ করে যার নাম ROCKRIDER XC 403 । সাইকেলটি দেখে সে সিদ্ধান্ত নেয় যে নিলে এই সাইকেল টায় নিবে। এবং যেই ভাবা সেই কাজ । তার পিতাকে বলে আর সেও রাজি হয়। পরিশেষে সাইকেল টি পেয়ে ছামিম অনেক খুশী হয়।
ঝিনাইদহের বাসিন্দা ছামিম, তার পছন্দ ছিল অন্য আরেকটি সাইকেল ।
13
Nov