Uncategorized

মেহেদী তার পিতার সাথে সেই শুক্রবারেই এসেছিলো ROCKRIDER XC 401 নিতে ।

শুক্রবারের দিন ড্রিম সাইকেল বন্ধ থাকলেও। মেহেদী তার পিতার সাথে সেই শুক্রবারেই এসেছিলো ROCKRIDER XC 401 নিতে । সুন্দর এই কালার টা যেন তার জন্যেই অপেক্ষা করছিলো। তারা সবাই সাইকেল টার সাথে অনেক খুশী ছিল। কারণ মেহেদী তার পছন্দের সাইকেল টি খুঁজে পেয়েছে ।

যদি কোন কাস্টমার এসে যায় দোকানে । তাহলে শত কাজ থাকলেও আমরা চেষ্টা করি প্রপার সার্ভিস টা দেওয়ার। এর আগে বিভিন্ন জেলা থেকে শুক্রবারে অনেকেই আমাদের সাথে দেখা করতে এসেছিলেন । অনেক এসে দেখা করতে পারেন নাই। তাদের জন্যে আমাদের মেসেজ এটা আপনারা এসে শাটারে দেওয়া দুইটা নামাবারে কল করতে পারবেন। যেকন একটা নাম্বার অবশ্যই খোলা থাকবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *