Uncategorized

মহেশপুর থেকে লাবিব ভাইয়া এসেছিলো তার প্রিয় সাইকেল ROCK RIDER PRO (2nd GEN) নিতে ।

মহেশপুর থেকে লাবিব ভাইয়া এসেছিলো তার প্রিয় সাইকেল ROCK RIDER PRO (2nd GEN) নিতে । এই সাইকেল টির কালো কালার যার নাম আমরা দিয়েছি কালাচান সেই কালাচান কেই কিন্তু পছন্দ করেছিল লাবিব। তাই তো প্রি অর্ডার দেওয়ার পরে আমরা সেম কালার টায় তাকে এনে দেই। সাইকেল টি নিয়ে সে বেশ খুশি হয়। ড্রিম সাইকেলের পক্ষ থেকে লাবিবের জন্যে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *